সম্মানিত সেবাগ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, মিলান কনস্যুলেটে পাসপোর্ট-এর এপয়েন্টমেন্ট লিংক প্রতি মাসের শেষ সোমবার এর পরিবর্তে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকাল ৩টায় পরবর্তী এক সপ্তাহের জন্য চালু  করা হবে। বিশেষ কারণে মার্চের প্রথম সপ্তাহের এপয়েন্টমেন্ট ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ছাড়া হবে। শুধুমাত্র সোজর্নের মেয়াদ উত্তীর্ন, মৃত্যু বা চিকিৎসা জনিত কারণ, বিদেশ সফর, ওমরা/হজ্ব জনিত কারণে জরুরি এপয়েন্টমেন্ট এর জন্য (bdconsulategeneralmilan@gmail.com) এ ই-মেইল এর মাধ্যমে এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করা যাবে।  সেবা সম্পর্কিত সাধারণ তথ্যের জন্য অফিস চলাকালীন  02 87068580 নম্বরে কল করে অথবা কনস্যুলেটের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করা যাবে।    

এছাড়াও কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর +39 350 989 7117  ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।    


Consul General MJH Jabed

Consul General MJH Jabed assumed his duties in Milan on October 23, 2021. He has been with the Foreign Service of Bangladesh since May 2003.   From July 2019 to October 2021, he was the Director General for South East Asia at the Ministry of Foreign Affairs, Dhaka. He served the Secretariat of the South Asian Association for Regional Cooperation (SAARC) in Kathmandu, Nepal as the Director for Agriculture and Rural Development from 2014-17.  Mr. Jabed worked extensively at the Headquarters. He served the Multilateral Economic Affairs, International Organizations, Finance and Law of the Sea Divisions as an Assistant Secretary/Senior Assistant Secretary. He was also Director for Americas, South Asia and South East Asia.  During 2010-14 he was posted at Bangladesh Embassy in Washington DC and Bangladesh High Commission in New Delhi as a First Secretary (Political) and Counsellor (Political).  Mr. Jabed obtained his Bachelor’s with Honours and Master’s degrees in International Relations from the University of Dhaka and a certificate course in Trade Policy and Commercial Diplomacy from Carleton University of Ottawa. He did Master of Arts in Law and Diplomacy (MALD) from The Fletcher School of Law and Diplomacy. He was a Teaching Assistant at the Tufts University Department of Political Science in 2006 and Hansard Research Scholar at the London School of Economics in 2010.  Before entering the Foreign Service, Mr. Jabed worked for the Centre for Policy Dialogue (CPD)-a public policy think-tank of Bangladesh- as a Research Associate and the Bangladesh Observer as a Feature Writer.