প্রবাসীদের কর্মস্থল পরিদর্শন:
নিয়মিত কাজের অংশ হিসেবে প্রবাসীদের কর্মস্থল পরিদর্শন করা হয়। কর্মস্থলে কাজের পরিবেশ, সময়মত পারিশ্রমিক পরিশোধ এবং অন্যান্য বিষয়ে খোঁজখবর নেয়া হয়। এছাড়া দূতাবাসের অন্যান্য কাজে ইতালির বিভিন্ন এলাকা পরিভ্রমণকালে প্রবাসীদের কর্মস্থলের খোঁজখবর নেয়া হয়। এতদসংক্রান্ত যে কোন ধরণের যোগাযোগ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ইমেইলে (welfare.milan@gmail.com) করা যেতে পারে।