বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এ আপনাকে স্বাগতম

সমানিত সেবাগ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি বৃহস্পতিবার বিকাল ৬ টার এবং MRP পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি মাসের শেষ শুক্রবার বিকাল ৫ টার পর চালু করা হয়। https://e-passport.bcgmilan.it/ এই লিংকে ক্লিক করে ই-পাসপোর্ট-এর এপয়েন্টমেন্ট এবং  https://mrp.bcgmilan.it/  এই লিংকে ক্লিক করে MRP পাসপোর্ট-এর এপয়েন্টমেন্টনেয়া যাবে।  কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর  (পাসপোর্ট / কনস্যুলার ও অন্যান্য দৈনন্দিন রুটিন অনুসন্ধান/ এপয়েন্টমেন্ট গ্রহণের জন্য পাইলট/ জরুরী নম্বর প্রযোজ্য নয়) +39 350 989 7117  ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।