জেলখানা পরিদর্শন:
ইতালির বিভিন্ন জেলখানায় বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত আসামী হিসেবে আটককৃত বাংলাদেশি নাগরিকদের সনাক্তকরন, তাদের বর্তমান অবস্থা জানা, পরিবারের সাথে তাদের যোগাযোগ স্থাপন করে দেয়া এবং ক্ষেত্র বিশেষে আইনী সহায়তা গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য ইতালির বিভিন্ন জেলখানা পরিদর্শন করা হয়। এতদসংক্রান্ত যে কোন ধরণের যোগাযোগ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ইমেইলে (welfare.milan@gmail.com) করা যেতে পারে।