কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর  (পাসপোর্ট / কনস্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়) +39 350 989 7117 ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। 


Legal Services

আইনগত  সহায়তা প্রদান:

অপ্রচলিত পন্থায় ইতালিতে আগমন, ভাষা জ্ঞানের অভাব, পারস্পরিক বোঝাপড়ার অভাবসহ বিভিন্ন কারণে প্রবাসীগণ মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়েন। ইতালিতে আইনজীবিদের পারিশ্রমিক অনেক বেশী হওয়ায় প্রায়শঃই প্রবাসীগণ আইনের আশ্রয় নিতে সমস্যায় পড়েন। এরুপ প্রবাসীদের ইতালি সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে আইনজীবি নিয়োগের সুবিধা গ্রহণের জন্য দূতাবাস হতে প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক অস্বচ্ছলতার সনদ দেয়া হয়ে থাকে। দূতাবাস হতে ইস্যুকৃত এই সার্টিফিকেটের মাধ্যমে তারা বিনা ফি-তে আইনজীবি নিয়োগের সহায়তা পেয়ে থাকেন। অস্বচ্ছলতা সনদের জন্য দূতাবাসের সার্টিফিকেট প্রদানের নিয়মাবলী অনুসরণ করতে হবে।