বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এ আপনাকে স্বাগতম

সমানিত সেবাগ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি বৃহস্পতিবার বিকাল ৬ টার এবং MRP পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি মাসের শেষ শুক্রবার বিকাল ৫ টার পর চালু করা হয়। https://e-passport.bcgmilan.it/ এই লিংকে ক্লিক করে ই-পাসপোর্ট-এর এপয়েন্টমেন্ট এবং  https://mrp.bcgmilan.it/  এই লিংকে ক্লিক করে MRP পাসপোর্ট-এর এপয়েন্টমেন্টনেয়া যাবে।  কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর  (পাসপোর্ট / কনস্যুলার ও অন্যান্য দৈনন্দিন রুটিন অনুসন্ধান/ এপয়েন্টমেন্ট গ্রহণের জন্য পাইলট/ জরুরী নম্বর প্রযোজ্য নয়) +39 350 989 7117  ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।      


Repatriation of Dead Body

প্রবাসী বাংলাদেশির মৃতদেহ বাংলাদেশে প্রেরণঃ 

ইতালিতে বসবাসরত কোন বাংলাদেশি ইতালিতে মৃত্যুবরণ করলে তাঁর মৃতদেহ বাংলাদেশে প্রত্যাবসনের জন্য দূতাবাস হতে বিনা ফি-তে অনাপত্তি পত্র (Nulla Osta) ইস্যু করা হয়। মৃত ব্যক্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়ে থাকলে তার মৃতদেহ পরিবহনের বিমান ভাড়া দূতাবাস বহন করে থাকে। এছাড়া মৃত ব্যক্তির পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হলে মৃত ব্যক্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য না হলেও আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবহনের বিমান ভাড়া প্রদান করা হয়ে থাকে।

  অনাপত্তি পত্র (Nulla Osta) ইস্যু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ

১. ‍মৃত্যুসনদ

২. মৃত ব্যক্তির পাসপোর্টের কপি

৩. মৃতদেহ পরিবহনের বিষয়ে যোগাযোগ করার জন্য ইতালিতে বসবাসরত একজন বাংলাদেশির নাম, ফোন        

     নম্বর এবং ডকুমেন্ট

৪. বাংলাদেশে মৃতদেহ গ্রহণকারী ব্যক্তির নাম, ফোন নম্বর এবং ডকুমেন্ট

৫. মৃত ব্যক্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়ে থাকলে সদস্যপদ নিবন্ধনের কপি।

অনাপত্তি পত্র (Nulla Osta) পেতে হলে উপরে বর্ণিত ডকুমেন্ট এবং তথ্যসহ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ইমেইলে (welfare.milan@gmail.com) প্রেরণ করতে হবে।