কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর  +39 350 989 7117 (পাসপোর্ট / কনস্যুলার ও অন্যান্য রুটিন দৈনন্দিন অনুসন্ধান (query)/ এপয়েন্টমেন্ট গ্রহনের জন্য এই পাইলট/জরুরী নম্বর প্রযোজ্য নয়) ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে। 


Wage-Earners-Welfare-Board-Membership-Registration

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন:

স্ব-উদ্যোগে বিদেশে আগমনকারী প্রবাসীদেরকে বাংলাদেশ সরকারের ডাটাবেজের আওতায় আনয়ন এবং প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রমকে আরো সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিদেশে বাংলাদেশ মিশনসমূহে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মিলান দূতাবাসে এ কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ জুন ২০১৭ তারিখে। ১৮বছরের কম এবং ৬৫ বছরের বেশী বাংলাদেশি প্রবাসীরা এই সদস্যপদ নিবন্ধনেরর জন্য আওতাভুক্ত হবেন না।

  • সদস্যপদ নিবন্ধনের মাধ্যমে প্রাপ্ত সুবিধাসমূহঃ
  • আবেদন ফরমের জন্য নিম্নের লিংক ক্লিক করুনঃ
  • http://member.wewb.gov.bd/wewbm/createnewMemberHomeAll