বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এ আপনাকে স্বাগতম
সমানিত সেবাগ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, মিলান কনস্যুলেটে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি বৃহস্পতিবার বিকাল ৬ টার এবং MRP পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট প্রতি মাসের শেষ শুক্রবার বিকাল ৫ টার পর চালু করা হয়। https://e-passport.bcgmilan.it/ এই লিংকে ক্লিক করে ই-পাসপোর্ট-এর এপয়েন্টমেন্ট এবং https://mrp.bcgmilan.it/ এই লিংকে ক্লিক করে MRP পাসপোর্ট-এর এপয়েন্টমেন্টনেয়া যাবে। কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর (পাসপোর্ট / কনস্যুলার ও অন্যান্য দৈনন্দিন রুটিন অনুসন্ধান/ এপয়েন্টমেন্ট গ্রহণের জন্য পাইলট/ জরুরী নম্বর প্রযোজ্য নয়) +39 350 989 7117 ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
National Portal Bangladesh
পোর্টাল সাবস্ক্রাইব করুন
পোলিং
মতামত দিন
Via Giambellino, 7, 20146 Milano MI
Italia