সম্মানিত সেবাগ্রহিতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, মিলান কনস্যুলেটে পাসপোর্ট-এর এপয়েন্টমেন্ট লিংক প্রতি মাসের শেষ সোমবার এর পরিবর্তে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকাল ৩টায় পরবর্তী এক সপ্তাহের জন্য চালু  করা হবে। বিশেষ কারণে মার্চের প্রথম সপ্তাহের এপয়েন্টমেন্ট ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ছাড়া হবে। শুধুমাত্র সোজর্নের মেয়াদ উত্তীর্ন, মৃত্যু বা চিকিৎসা জনিত কারণ, বিদেশ সফর, ওমরা/হজ্ব জনিত কারণে জরুরি এপয়েন্টমেন্ট এর জন্য (bdconsulategeneralmilan@gmail.com) এ ই-মেইল এর মাধ্যমে এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করা যাবে।  সেবা সম্পর্কিত সাধারণ তথ্যের জন্য অফিস চলাকালীন  02 87068580 নম্বরে কল করে অথবা কনস্যুলেটের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করা যাবে।    

এছাড়াও কনস্যুলেটের সার্বক্ষণিক পাইলট/জরুরী নম্বর +39 350 989 7117  ছুটির দিনসহ ২৪ ঘন্টা (24/7) চালু রয়েছে। শুধুমাত্র অতীব জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।    


Office Hours (during Ramadan)

Office Hours (during Ramadan): 9.30 am to 4.00 pm (Monday to Friday) with prayer break on 1.30-1.45 pm (Monday-Thursday), 1.45-2.30 pm (Friday)